আজ ১৩ মে, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৩ তম (অধিবর্ষে ১৩৪ তম) দিন । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা :

১৬০৭ – ভার্জিনিয়ার জেমস টাউনে আমেরিকান ভূখণ্ডে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি স্থাপন।

১৬৩৮ – সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়।

১৮০৪ – আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান।

১৮৩০ – স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ।

১৮৬১ – পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন।

১৯৬৮ – প্যারিসে ভিয়েতনাম শান্তি আলোচনা শুরু।

১৮০৯ – অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়ানের ভিয়েনা দখল।

১৮৪৬ – যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৬২ – ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৬৭ – ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ড. জাকির হোসেন।

১৯৬৯ – মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত।

১৯৯১ – নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৫ – প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসন অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় করেন।

২০০০ – ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ

জন্ম :

১২৬৫ – ইতালির কবি দান্তে আলিঘিয়েরি।

১৪৮৩ – জার্মান ধর্মীয় নেতা বা সংস্কারক মার্টিন লুথার।

১৮৫৭ – নোবেল পুরস্কারবিজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রস।

১৯০৫ – ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদ।

১৯৩৮ – ইতালিয়ান রাজনীতিবিদ জিউলিয়ানো আমাতো।

১৯৫১ – ছড়াকার আবু সালেহ।

১৯৬৬ – বাংলাদেশি দাবা খেলোয়াড় নিয়াজ মোরশেদ।

মৃত্যু :

১৮৩৬ – ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্স।

১৮৮৭ – কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

১৯৪৭ – কবি সুকান্ত ভট্টাচার্য।

১৯৭৪ – বাংলাদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ খুদা বকশ।

১৯৯৭- সাংবাদিক, কথাসাহিত্যিক বিপ্লব দাশ।

২০১৫ – সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here