প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজিমুশ্্শান সুন্নী সম্মেলন গত ২২ অক্টোবর ২০২১ ইংরেজি শুক্রবার বাদে আছর থেকে দরবারের ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত হযরত শাহছুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া শাহ আল-হারবাংগিরী (ম.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার দৌলতপুরের বাহেরমাদীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মোকলেছুর রহমান বাঙ্গালী।
সুন্নী সম্মেলনের উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জের কটিয়ার্দীর গোয়াতলী গাউছুল আজম রেজভীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ পীরে ত্বরিকত হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী।
প্রধান বক্তা ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মাওলানা ফখরুদ্বীন চাঁদপুরী। প্রধান আলোচক ছিলেন আহমেদ ওবায়েদ আল শামসী শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাঈদ উল্লাহ ফতেপুরী।
স্বাগত বক্তব্য রাখেন চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল-হারবাংগিরী।
আলোচনায় অংশ নেন চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহজাদা মাওলানা সৈয়দ আহমদ মিয়া শাহ্ আল-হারবাংগিরীসহ আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরামগণ।
মুনাজাত পরিচালনা করেন হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত হযরত শাহছুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া শাহ আল-হারবাংগিরী (ম.জি.আ.)।
সুন্নী সম্মেলনে অতিথিবৃন্দরা বলেন, মুসলিম মিল্লাতের ঐক্যের সেতু বন্ধন পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)। কোরআন-হাদিসের অসংখ্য স্থানে তার প্রমান রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (দ.) দুনিয়ার শুভাগমন করেছেন বলেই মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে। তাই ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) সাড়ম্বরে উদযাপনে এগিয়ে আসা মুসলমানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here