বিভাগের সম্পাদক

১৯২৮ সালে ইমামুত ত্বরীক্বত ওয়াল আউলিয়া গাউসুল আ’যম মাইজভাণ্ডারী (কঃ)’র বিশিষ্ট খলীফা (১৯৫৪ তে প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত সুন্নী মাদরাসা জামেয়ার পুর্বে) বহু সুন্নী মাদরাসা প্রতিষ্ঠাতাদের সরাসরী উস্তাদ বা দাদা উস্তাদ, কলম সম্রাট আ’লা হজরত ইমামুল মুনাজিরীন ইমাম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী (কঃ) মদীনাতুল আউলিয়া চট্টগ্রাম অঞ্চলে বাতেল মতবাদের সর্ব প্রথম ফাতওয়া “রাফিউল ইশকালাত” যা হাটহাজারী ওয়াহাবী বেদা’তী মাদরাসা হতে বের হয়। ইহার রদ করে সুন্নীয়তের ফাতওয়া ‘শাওয়াহিদুল ইবত্বিলাত ফী তারদীদে মা ফী রাফিউল ইশকালাত” লিখে সুন্নীয়তের প্রথম খিদমত করেন। তখন আ’লা হজরত মুজাদ্দেদে দ্বীনো মিল্লাত ইমাম শেরে বাংলা (রহঃ)’র পবিত্র বয়স ২২ বৎসর। পরবর্তিতে তিনি দিওয়ানে আযীযে তাঁর প্রশংসা করতে গিয়ে বলেন,

মাওলভী ফাইজুল্লাহরা দিল শুদছো লালা দাগে দার+

বর খিলাফশ ছোঁ শওয়াহেদ পে’শ করদাহ নামে দার।

বাণীয়ে জামেয়া কুতবুল আউলিয়া শাহানশাহে সিরিকোটি চট্টগ্রাম শরীফে তাশরীফ আনেন ইমাম শেরে বাংলা (কঃ)’র উসিলায় ১৯৪৪ সালে। তথা আল্লামা ফরহাদাবাদী (কঃ) বাতেলের বিরুদ্ধে মুনাজিরা ও ফাতওয়া লিখার (১৯৪৪-১৯২৮) আরো ১৬ বৎসর পরে এবং জামেয়া প্রতিষ্ঠিত হয় (১৯৫৪-১৯২৮) আরো ২৬ বৎসর পরে আ’লা হজরত ইমাম শেরে বাংলা (কঃ)এর বিশেষ অনুরুধে। এর পুর্বে মদীনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফের আউলাদে রাসূল, ওলামায়ে কিরাম ও বিভিন্ন ত্বরীকার পীর মশায়েখরা বহু সুন্নী মাদরাসা প্রতিষ্ঠা করেন।

যথাঃ-

১৭৮০ সালে কলকাতা আলিয়া,

১৮১০ সালে চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসা, পাচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদরাসা,

১৮১০ সালে সাতকানিয়া চুনতি হাকিমিয়া মাদরাসা,

১৮৩১ সালে পটিয়া ফয়জুল বারী মাদরাসা

১৮৭৪ সালে গাউসুল আ’যম মাইজভা-ারীর রূহানী তাসাররুপাতে মুহসেনিয়া মাদরাসা,

১৯০৪ সালে মিরসরাই সুফিয়া মাদরাসা,

১৯১১ সালে বাঁশখালি পুইছড়ি মাদরাসা,

১৯১৩ সালে দারুল উলূম আলিয়া মাদরাসা,

১৯১৮ সালে কালাপুল ওয়াহিদীয়া মাদরাসা

১৯২৮ সালে শাহচান্দ আউলিয়া মাদরাসা।

১৯২৮ সালে কাটিরহাট মুফীদুল উলূম সিনিয়ার মাদরাসা,

১৯২৯ সালে হাটহাজারী মির্জাপুর মুমিনিয়া মাদরাসা,

১৯৩০ সালে বোয়ালখালী বেঙ্গুরা সিনিয়ার মাদরাসা, সিতাকুন্ড আলিয়া মাদরাসা,

১৯৩২ সালে কাগতিয়া আলিয়া মাদরাসা, ফটিকছড়ি জামেউল উলূম মাদরাসা,

১৯৩৬ সালে রাউজান কদলপুর হামিদিয়া মাদরাসা, সিতাকুন্ড আলিয়া মাদরাসা, মিরসরাই লতিফিয়া মাদরাসা।

১৯৩৮ সালে আ’লা হজরত ইমাম শেরে বাংলা কিবলার নির্দেশে গহিরা আলিয়া মাদরাসা,

১৯৩৯ সালে নাজির হাট আহমদিয়া আলিয়া মাদরাসা,

১৯৪২/৪৩ সালে পটিয়া হাইদগাউঁ মুজহেরুল উলুম আলিম মাদরাসা, রাংগুনিয়া মরিয়ম নগর রাহাতিয়া মাদরাসা,

১৯৪৫ সালে ফটিকছড়ি নারায়নহাট ইসলামিয়া সিনিয়ার মাদরাসা,

১৯৫২ সালে ইমাম শেরে বাংলার পরামর্শে সুবহানিয়া আলিয়া

১৯৫৩ সালে হাটহাজারী মদনহাট মন্জরুল ইসলাম আলিম মাদরাসা।

এ মুহুর্তে যদি কেহ বলে মদীনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফে এদের বাদ দিয়ে আমরাই সুন্নী। তা সঠিক নয়। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

সূত্র- অনলাইন মিডিয়া ও বিভিন্ন প্রকাশনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here