করোনার কারণে অসহায় অবস্থায় থাকা মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের খবর পেয়ে থানায় ভিড় করেছে শ’ দুয়েক মানুষ। পরে তাদের অনুরোধ করে নিজ নিজ বাসায় চলে যেতে বলে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এমন ঘটনা ঘটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানায়। সেখানে বন্দর জোনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ছিল।
তবে সিএমপির উত্তর জোনে কিছু অসহায় মানুষকে চেয়ারে সামাজিক দূরত্ব বজায় রেখে বসিয়ে ত্রাণ দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বন্দর জোনে ৩ হাজার অসহায় পরিবারকে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। এ সময় থানার বাইরে শদুয়েক লোক জড়ো হয়। তারা পুলিশের কাছে ত্রাণ দাবি করে। পরে পুলিশ তাদের চলে যেতে অনুরোধ করে এবং সবাইকে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানায়।

বন্দর থানার ওসি সুকাস্ত চক্রবর্তী বলেন, ত্রাণ বিতরণের খবর পেয়ে থানার সামনে কিছু লোক জড়ো হয়েছিল। তাদের আমরা চলে যেতে বলেছি। সবার বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিব বলেছি।

তিনি বলেন, সিএমপি কমিশনার স্যার কার্যক্রমের উদ্বোধন করার পর আমরা বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছু মানুষ ভুল তথ্যে থানার সামনে জড়ো হয়।

এদিকে দুপুরে সিএমপির উত্তর জোনে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

উদ্বোধনের পর কয়েকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার।

নির্দিষ্ট দূরত্বে চেয়ারে বসিয়ে ত্রাণ বিতরণসামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে এসব অসহায় মানুষের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়।

সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ২ হাজার মানুষকে আমরা ত্রাণ দিব। উদ্বোধনের সময় কয়েকজনের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছি আমরা।

তিনি বলেন, আমরা জনসমাগম করে ত্রাণ বিতরণ করছি না। অসহায় মানুষের কাছে গিয়ে তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here