Image may contain: 1 person, wedding, crowd, tree and outdoor
মানুষ করোনা ভীতিকে ধীরে ধীরে জয় করছে-জানাজা তার একটি প্রমাণ

সেকান্দর আলম বাবর
করেনার মহামারী শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি উপজেলায় বিভিন্ন প্রান্ত নানান কারণে ঘুরে বেরিয়েছি। কখনও সংবাদের কাজে, কখনও স্কুলের কাজে, কখনও রাজনৈতিক-পেশাজীবি-সামাজিক সংগঠনের কাজে, কখনও মানুষের ব্যক্তিগত প্রয়োজনে। চেষ্টা করেছি নিজের সাধ্যমত সহযোগীতা করতে। বাদ যায়নি ধর্মীয় কাজও। তারমধ্যে জানাজা একটি। মৃতের যতটুকু খবর পেয়েছি করোনা হোক, না হোক কিংবা উপসর্গ জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি। করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এক পর্যায়ে এসে জানাজায় মানুষের উপস্থিতি দেখে হতাশ হতাম। ধীরে ধীরে আজকের দিনে এসে দেখছি বিপরীত চিত্র। আগের অবস্থায় ফিরে গেছে মৃত ব্যক্তির ধর্মীয় শেষ যাত্রার আনুষ্ঠানিকতা ‘জানাজা’। এখন মানুষ উপস্থিত হচ্ছে। ভয় অনেকটা কেটেছে তাঁদের মধ্যে। এটাই আমার কাছে বেশ ভাল লাগছে। কারণ আমি কখনও নৈরাশ্যবাদী ছিলাম-আমি সবসময় আশাবাদী। রাষ্ট্রের প্রতি অনুগত থেকে ধর্মীয় বিশ্বাস অন্তরে ধারণ করে-স্বাস্থ্য সংক্রান্ত সকল নিয়ম মেনে আমি প্রথম থেকেই মানুষের পাশে থেকে আজ পর্যন্ত এতটুকু বুঝেছি- সমস্যা যত প্রকট হোক, বিশ্বাস আর সাহস; জয়ী হওয়ার জন্য যথেষ্ট।

প্রতিদিনের মতো আজও (২১.০৬.২০ইং, রবিবার) আমি তিনটি জানাজায় অংশগ্রহণ করি। সকাল ১১টায় হাবিলাশ চৌধুরী জামে মসজিদে চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইলিয়াছ আজমের পিতা মো. ইদ্রিচ (৮০), সকাল সাড়ে ১১টায় পশ্চিম খরণদ্বীপ জামে মসজিদ প্রাঙ্গণে চন্দ্রঘোনা মাদরাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নীয়া’র সাবেক সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবদুল কাদের মাস্টার (৭০), বিকেল সাড়ে ৫টায় পশ্চিম চরণদ্বীপ সিরাজ উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে চরণদ্বীপের সাবেক চেয়ারম্যান আবদুল মোনাফ সওদাগরের তৃতীয় পুত্র মু. শহীদুল্লাহ শহীদ (৫৮) এর জানাজা। প্রত্যেকটিতে প্রচুর লোক সমাগম। যা গত মাসখানেক আগে চিন্তাও করা যায়নি। আবার কাউকে এখন বলতে হচ্ছে না মুখে মাস্ক ব্যবহার কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। সবাই নিজ নিজ ক্ষেত্রে সচেতন। বিষয়গুলো আমার কাছে চমৎকারই মনে হচ্ছে-মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সম্মিলিতভাবে জয় করতে যাচ্ছি করোনা ভীতিকে। আল্লাহ যেন আমাদের এ যাত্রাকে কবুল করেন। আমিন।

লেখক- দৈনিক পূর্বকোণ- বোয়ালখালী প্রতিনিধি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here