দুইদিনব্যাপী নানা আয়োজনে বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী কধুরখীল দক্ষিণপাড়া মা আনন্দময়ী ধামের নব-নির্মিত শ্রীমন্দির উদ্বোধন ও শ্যামা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বের করা বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা। বিকেলে ভানু ভূষণ চৌধুরীর সার্বিক তত্বাবধানে টিটন দে টিটু ও দীপা চৌধুরীর সঞ্চালনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী। এতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন বাঁশখালী শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।

সন্ধ্যায় নব-নির্মিত শ্রীমন্দিরের ফলক উন্মোচন করেন ধর্মীয় আলোচনা সভার প্রধান অতিথি সমাজ সেবক অদুল কান্তি চৌধুরী।

আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মা আনন্দময়ী ধামের স্থায়ী পর্ষদের সভাপতি দোলন রায়। এতে সম্পাদকীয় বক্তব্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিশু, শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ চৌধুরী।

নব-নির্মিত শ্রী মন্দির উদ্বোধন উদযাপন কমিটির সভাপতি শরদিন্দু চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ধর্মীয় বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অনিতা চৌধুরী, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উত্তর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ ও ইউপি সদস্যা জোবেইদা রুনু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বরুন বিশ্বাস,তড়িৎ কান্তি চৌধুরী, অজয় চৌধূরী, দীপক চৌধূরী, উজ্জ্বল চন্দ, শংকর চন্দ, রাজীব চক্রবর্তী, গিরিজা শংকর রায়, সন্তোষ চৌধুরী, দিলীপ দে, অঞ্জন চৌধুরী, পংকজ রায়, নবজিৎ চৌধুরী,অরুন সেন, মিথুন চৌধুরী, অমিত চৌধুরী, বিপ্লব চৌধুরী, শ্যামল দে ,টিটু চৌধুরী, টিংকু দে,বিকাশ নাথ, বাবলু দে, হিল্লোল চৌধুরী, সুব্রত চৌধুরী, লিটন রায়, রাজা চৌধুরী, লিটন দে,রাজু রায়,উত্তম দে,রুবেল চৌধুরী, টিকু রায়, রোমেল দে, সুমন দে, জুয়েল নাথ, হৃদয় দে, পরিতোষ নাথ, উত্তম চৌধুরী ও রুবেল দে প্রমুখ।

এছাড়া শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ, সন্ধ্যা আরতি ও রাতে লীলা কীর্তন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here