পূজন সেন : চট্টগ্রামের বোয়ালখালীতে অসহায় দুঃস্থ আরও ৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান।
এ নিয়ে গত ৬দিনে তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলার ১০টি এতিমখানা ও দেড়শত কর্মহীন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগতদের মাঝে সাবান আর মাস্ক বিতরণ করেন গতকাল সোমবার (২৭ এপ্রিল)।
জাতীয় পুষ্টি সপ্তাহের ৬ষ্ঠ দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ৫০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি ছোলা, ১ লিটার তৈল, এবং ১ কেজি করে লবণ দেওয়া হয়।
এ সময় পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রবীর বড়ুয়া ও সহকারী সার্জন ডা. আবদুল্লাহ আল ইফরান।
এর আগে গত ২৩ এপ্রিল ১০টি এতিমখানার প্রত্যকটিতে ১শত কেজি করে চাউল ও ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয় এবং ২৫ এপ্রিল আরও ৫০ পরিবারে খাদ্য সহায়তা দেন ডা.জিল্লুর রহমান।
এ দুঃসময়ে উপজেলায় চিকিৎসা সেবা নিশ্চিত রাখার পাশাপাশি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে মানবিক চিকিৎসক ডা.জিল্লুর রহমান অনন্য দৃষ্টান্ত রাখলেন।
আরও পড়ুন ঃ বোয়ালখালীতে পুষ্টি সপ্তাহের ৩য় দিনেও ৫০ পরিবারে ডা.জিল্লুর খাদ্য সহায়তা
আরও পড়ুন ঃ বোয়ালখালীতে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর







