নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সারাদেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজের ধনাট্য ব্যক্তি, সমাজসেবীদের বিনামূল্যে মাস্ক বিতরণের আহ্বান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজারে মাস্কের সঙ্কট থাকলে নতুন বা পুরাতন কাপড় ব্যবহার করে মাস্ক বানিয়ে পরিধান করতে স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানিয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কভিড-১৯ আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ৭১২ জন। গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ছয়জনের। এর মধ্যে সবশেষ যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছরের বেশি। নতুন আক্রান্তদের মধ্যে এক জন মারা গেছেন।

এ পর্যন্ত মোট ৩৯ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত সর্বমোট ২৬৭ জন আইসোলেশন এ ছিলেন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছে ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৪০ জন। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here