ডেস্ক »

নির্বাচন পর্যবেক্ষণে নেপাল যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তার নেপাল সফরের কথা রয়েছে।

মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, সিইসি কাজী হাবিবুল আউয়াল ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন ‘ইলেকশন অব হাউস অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেমব্লি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফর করবেন। আগামী ১৮ নভেম্বর তারা ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন ২২ নভেম্বর।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here