উপজেলার ৭ নং চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ ৯ নং ওয়ার্ড ঘাটিয়াল পাড়ার কামরুল হক (৪৫) করােনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসৗীন অবস্থায় মঙ্গলবার রাত ১টায় ইন্তেকাল করেন।

গত ১৭জুন বুধবার বাদ জোহর জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। করােনা আক্রান্ত এ মৃতের দাফন কাফনে এগিয়ে আসেন উপজেলা ও পৌর গাউসিয়া কমিটি এবং চরণদ্বীপ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি।

প্রতিবেশি সালাউদ্দিন মাহমুদ জানান, তিনি ওই এলাকার আবিদ আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে দুই ছেলের জনক। তিনি দীর্ঘদিন তাইওয়ানে প্রবাস জীবনে ছিলেন দেশে এসে নগরীতে একটি বেসরকারি কোম্পানিতে ভাল পােস্টে চাকরি করতেন।

এ ব্যাপারে নিহতের বন্ধু মাে. মােস্তফা কামাল জানান, কামরুল হকের করােনা উপসর্গ দেখা দিলে গত ৯ জুন চট্টগ্রামে কোভিড-১৯ নমুনা দেয়া হয়। দুঃখজনক হলেও সত্য মৃত্যুর পরও রিপাের্ট পাইনি। গত ৫ দিন আগে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকা নেয়া হয়। পরদিন ঢাকায় আবারো কোভিড-১৯ টেস্ট দেয়া হলে ১৫ জুন পজিটিভ রিপাের্ট আসে। মঙ্গলবার রাত ১টায় ঢাকাতেই তিনি মারা যান।

বুধবার জোহরের নামাজের পর | তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here