ক্রীড়াঙ্গন ডেক্স

Logo de la Conmebol Copa América.svg
আয়োজক কনমেবল
প্রতিষ্ঠিত ১৯১৬ (সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ)
১৯৭৫ (কোপা আমেরিকা)
অঞ্চল দক্ষিণ আমেরিকা
দলের সংখ্যা ১২

কাম্পিয়োনাতো সুদামেরিকানো কোপা আমেরিকা

 (স্পেনীয়Campeonato Sudamericano Copa América), কোপা আমেরিকা (আমেরিকা কাপ) নামেও পরিচিত, দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা। এটি সবচেয়ে পুরনো আন্তর্জাতিক মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা।

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়। ১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে বতর্মান নাম কোপা আমেরিকা ধারণ করে। ১৯১০ সালে এই প্রতিযোগিতা পরীক্ষামূলক চালু হয়েছিল। বর্তমানে বারটি দেশের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯৯০ সাল থেকে উত্তর আমেরিকা ও এশিয়া থেকে দুটি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত ৪৬টি আসরে আটটি দল শিরোপা অর্জন করে, কনমেবলের দশটি দল থেকে কেবল ইকুয়েডর ও ভেনেজুয়েলা এখনো বিজয়ী হতে পারেনি। উরুগুয়ে সর্বাধিক ১৫ বার চ্যাম্পিয়ন হয়, তাদের পরপরই ১৪ বার শিরোপা অর্জনকারী আর্জেন্টিনার অবস্থান। বর্তমান বিজয়ী ব্রাজিল ৯ বার শিরোপা অর্জন করে। আর্জেন্টিনা ১৯১৬ সালে প্রথম আসরের আয়োজক এবং তারা ৯ বার এই আসর আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্র কনমেবলের বাইরে একমাত্র আয়োজক দেশ, যারা ২০১৬ সালের আসর আয়োজন করে।

 ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ২০২০ সালে দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই আসর আয়োজন হয়েছে এবং হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here