“ টিকানিই, মাস্ক পড়ি, করোনামুক্ত দেশ গড়ি”

জয়নাব বেগম চৌধুরী(মিতু) :

অদ্য ৫ মার্চ,২০২১ইংশুক্রবারবেসরকারীউন্নয়নসংস্থা সংশপ্তক, একশন এইড বাংলাদেশ এবং লেভিসট্্রস ফাউন্ডেশন (LAVI STRAUSS FOUNDTION )এরসহযোগিতায়“কোভিড-১৯ রেসপন্স ফর রেডিমেইড গার্মেন্টস্ ও মেনওর্য়াকারস ইন  (Covid-19 response for ready-made garment women workers in Bangladesh)নামীয় প্রকল্পের আওতায় বিভিন্ন গার্মেন্টস কর্মীদের বসবাসরত এলাকায় করোনাকালীন সময়েনারী গার্মেন্টস কর্মীদের সামাজিক সুরক্ষা ও বিনামূল্যে সরকার প্রদত্ত করোনা টিকা গ্রহনে রজন্য সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিতহয়।

উক্ত ক্যাম্পেইনে ৫০ জন স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন ধরণের করোনা সচেতনতামূলক ফেস্টুন, ব্যানার, পোস্টার সজ্জিত ১টি ট্রাক নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন এর কার্যক্রম পরিচালনা করেন। প্রোগ্রামের স্বেচ্ছাসেবকগন করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনেচলা ও সরকার কর্তৃক সরবরাহকৃত বিনামূল্যে করোনা টিকা গ্রহনের জন্য অনুরোধ করেন এবং অনুষ্ঠানে কালুরঘাট, সাগরিকা ও রৌফাবাদ গামেন্টস শ্রমিক কমিউনিটিতে সংশপ্তক সহযোগি সংস্থা পূর্বা এরমাইম দল করোনাকালীন সময়ে করোনা সচেতনতা এবং করোনাকালীন সময়ে সহিংসতা নিরসনে মুখাভিনয় এরমাধ্যমে নাটিকা প্রদর্শন করেন। সারাদিন ব্যাপী ক্যাম্পেইন কার্যক্রমটি সকাল ৯ ঘটিকায় অভয়মিত্রঘাট, ফিরিঙ্গিবাজার সংশপ্তক এর প্রধান অফিস থেকে রোড শো এর মাধ্যমে শুরু হয়েকালুরঘাট, সাগরিকা এবং রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় প্রচারণা এবং মাইম শো প্রদর্শনের মাধ্যমে প্রায় ৩০০০ শ্রমিক ও সাধারণ জনগোষ্ঠীর মাঝে করোনাকালীন সময়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণপূর্বক প্রচারণা শেষ হয়।

উক্ত ক্যাম্পেইনে কার্যক্রমে উপস্থিত ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, ডেপুটি ডিরেক্টর অগ্রদুত দাশ গুপ্ত, প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী, এডমিন ম্যানেজার সাইফুল আলম মুন্না, ইয়ুথ কমিউনিটি অর্গানাইজার, ভোলান্টিয়ার, পূর্বা সভাপতি সনাতন চক্রবর্তী ও ক্যাফে কমিটি সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here