নিজস্ব প্রতিবেদক :কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল আজম শেফু । তিনি নৌকা প্রতীকে ৪ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত সোমবার ১৪ অক্টোবর সন্ধ্যায় ভোগ গণণা শেষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

তিনি জানান, এবারের কধুরখীল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১-৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কোহিনুর আকতার। তিনি কলস প্রতীকে ৯৫৪ ভোট পেয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কৃষ্ণা দাশ বই প্রতীকে পেয়েছেন ৭৪৬ ভোট।

৪-৬ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভীন। তিনি কলস প্রতীকে ৭৫৭ ভোট পেয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বপ্না শীল হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭১৮ ভোট।

৭-৯ নং নির্বাচিত হয়েছেন রওশন আরা বেগম। তিনি মাইক প্রতীকে ৯৮৬ ভোট পেয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রূপশ্রী চৌধুরী ডেজি বই প্রতীকে পেয়েছেন ৮১৪ ভোট।

১নং ওয়ার্ডে সদস্য পদে ক্রিকেট ব্যাট প্রতীকে ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল করিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ২৭৯ ভোট।

২নং ওয়ার্ডে আপেল প্রতীকে ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোজ্জাম্মেল হক । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছোটন চৌধুরী বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৪৬ ভোট।

৩নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঝুন্টু চরণ নাথ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আসাদুজ্জামান রিকু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১৬৬ ভোট।

৪নং ওয়ার্ডে তালা প্রতীকে ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জসিম উদ্দীন ঘুড়ি প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট।

৫নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিমুল শীল । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল আলম ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট।

৬নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস টিটু । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জমিউল হুদা বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট।

৭ নং ওয়ার্ডে আপেল প্রতীকে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.সরোয়ার । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রূপক চৌধুরী ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট।

৮নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমরানুল হক মামুন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.রাশেদ বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট।

৯নং ওয়ার্ডে তালা প্রতীকে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শংকর চন্দ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রকাশ দেওয়ানজী ফুটবল প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ ইউনিয়নে ভোটার রয়েছেন ১০,৮৪৩ জন। এর মধ্যে ৫,৫৯০ জন পুরুষ ও ৫,২৫৩ জন মহিলা ভোটার। ৯টি কেন্দ্রের ৩৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here