বাংলাদেশ পুলিশের সাত জেলার পুলিশ সুপারসহ (এসপি) মোট ২৬ জনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে লালমনিরহাট, খাগড়াছড়ি, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, নীলফামারী, সিরাজগঞ্জ ও বান্দরবান জেলার এসপিদের বদলি করা হয়েছে।
এছাড়াও মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটে কর্মরত এসপি মর্যাদার উপ-কমিশনার ও বিশেষ পুলিশ সুপার পদের ১৯ জনকে বদলি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।