নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি থেকে চট্টগ্রামে আনার পথে কর্ণফুলী নদীতে মদবোঝাই ২টি নৌকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌকাগুলো থেকে ৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) ভোরে কর্ণফুলী থানা এলাকায় শিকলবাহা খালের প্রবেশমুখে নদীতে নৌকা দু’টি আটক করা হয়
গ্রেফতার পাঁচজন হলো- রাঙ্গুনিয়া উপজেলার রায়খালী এলাকার মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ আলী (২৫), বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী এলাকার আনসারুল হকের ছেলে মো. ইমরান (৪৫), পটিয়া উপজেলার কোলাগাঁও বাবুল মিয়ার ছেলে নাছির আহমদ (৩৩), রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকার আবু তাহেরের ছেলে ইউনুস প্রকাশ আনিছ (২৫) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ হোসেন (২০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা সোনামিয়া হাজীর ডকের উত্তর পাশে শিকলবাহা খালের মুখে অভিযান চালিয়ে ৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। চোলাই মদ পরিবহনে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মো. আরেফিন জুয়েল।