প্রতিনিধি:
বোয়ালখালীতে পৃথক অভিযানে ৪২০ লিটার দেশিয় তৈরী চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে আমুচিয়া ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে আমুচিয়া ইউনিয়ন এলাকা থেকে আহলা মধ্যম করলডেঙ্গা ইউনিয়নের আহমদ নবীর ছেলে মাদক ব্যবসায়ী মো. হোসেন (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ৪শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে একই এলাকা থেকে পূর্ব গোমদন্ডী ৪নং ওয়ার্ড এলাকার রামপদ ধরের ছেলে সজীব ধর(২৭) ও সন্তোষ কান্তি ধরের ছেলে তম্ময় কান্তি ধর (১৯) কে ২০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।