নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তফসিল ঘোষিত হয়। প্রায় ১১ বছর ৭মাস পর এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১২ সেপ্টেম্বর, যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং নির্বাচন ১৪ অক্টোবর। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সকল উপজেলা নির্বাচন অফিসের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

গত ২০০৩ সালের ১৭ ফেব্রুয়ারি এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর বোয়ালখালী পৌরসভা গঠন করা হলে সীমানা জটিলতায় পড়ে এ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়। সর্বশেষ চলতি বছরের ২৪ মে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। এছাড়া নির্বাচন স্থগিত করার পর এ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিযোগ করায় ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে তা তিন মাসের স্থগিত আদেশ দেয় আদালত। গত ২০১৮ সালের ১৪ নভেম্বর তা রিট খারিজ দেন আদালত।

জানা গেছে, ২০১৪ সালে ১৭ জুন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নুরুল হক প্রশাসক নিয়োগ এবং একসঙ্গে ছয়টি ওয়ার্ডকে নয়টি ওয়ার্ডে রূপান্তর করে সীমানা নির্ধারণের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছিল।

২০১৪ সালের ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ কধুরখীল ইউনিয়নে প্রশাসক নিয়োগের নির্বাহী আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে হাইকোর্ট ২০১৪ সালের ২ অক্টোবর তিন মাসের স্থগিতাদেশ দেন। গত বছরের ১৪ নভেম্বর এ রিট খারিজ করেন আদালত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here