মহান ১০মাঘ ২৪জানুয়ারী গাউসুল আযম হযরত শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারী) সকালে বোয়ালখালীর খিতাপচর মাদরাসা-ইÑশাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারীর ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয়। র্যালিটি সারোয়াতলীর গুরুত্বপূর্ণ্য সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
খিতাপচর মাদ্রাসা-ইÑশাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সমাজসেবক মো. আবুল মনসুর।
মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুল ইসলাম, বোয়ালখালীর সমন্বয়কারী মো. নুরুল ইসলাম অডিটর, মো. নুরুল হক ফকির, সমাজসেবক আবুল বশর, মো. জালাল উদ্দীন খান, মো. আজিজুর রহমান আংকুর, সারোয়াতলী ইউপি সদস্য এনামুল হক সজিব, আবুল মাসুম শাকিল, ইমন উদ্দিন শয়ন প্রমূখ। বক্তারা আগামী ১০মাঘ ২৪জানুয়ারী গাউসুল আযম হযরত শাহ্সূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক)’র ১১৪তম বার্ষিক ওরশ শরীফ সফল করার আহবান জানান।