গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও তিনজন করোনা রোগী ধরা পড়েছে।  এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা দাড়িঁয়েছে ৪৩ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে করোনাভাইরাস (কোভিড-১৯) ১৬৫  জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নগরীর লালখান বাজার এলাকার ১জন, বালুছড়া এলাকার ১জন ও উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১জন সহ ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামের বাইরে লক্ষীপুর জেলায় আরও ১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

বুধবার (২২ এপ্রিল) এসব তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

বিআইটিআইডিতে এ নিয়ে ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। নোয়াখালীতে ৫ জন জন, লক্ষ্মীপুরে ২৬ জন ,ফেনীতে ২ জন এবং বান্দরবন জেলায় ৩ জন

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here