অনলাইন প্রতিবেদক
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তার প্রথম সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জয়ী হয়ে সংসদে পা রাখতে যাচ্ছেন৷ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ ভোটের লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক নিয়ে নির্বাচন করা শামসুল আলম পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট৷
‘তাজ’ হারালেন মমতাজ
তিনবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন৷ সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট৷ স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট৷ ফলে ৬ হাজার ১৭১ ভোটে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন মমতাজ৷
রাজপথের নায়িকা হতে পারলেন না মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির ওপর আস্থা রাখতে পারেননি ভোটাররা৷ রাজশাহী-১ আসন থেকে জয় পাননি এই স্বতন্ত্র প্রার্থী৷ ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে মাহি পেয়েছেন মাত্র নয় হাজার নয় ভোট৷ আওয়ামী লীগ সমর্থিত ওমর ফারুক চৌধুরী এক লাখ তিন হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ বিজয়ী ওমর ফারুক চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট৷
সেলুলয়েডের ফিতা থেকে সংসদে পৌঁছে গেলেন অভিনেতা ফেরদৌস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিনোদনজগতের পাঁচ তারকা প্রতিদ্বন্দ্বিতা করলেও শুধু তিনিই বিজয়ী হতে পেরেছেন। বাকিদের মধ্যে মমতাজ বেগম, নকুল কুমার বিশ্বাস, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি নির্বাচনে জয়লাভ করতে পারেননি। তাদের মধ্যে মমতাজ বেগম ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেন। তারকাদের মধ্যে শুধু তিনিই বিজয়ী হয়েছেন।
মানিকগঞ্জ-২ আসনের আলোচিত প্রার্থী ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। মমতাজ পান ৭৮ হাজার ২৬৯ ভোট।
বরিশাল-২ আসনে আরেক কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে গামছা প্রতীকে নির্বাচন করেন। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের কাছে পরাজিত হন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হয়ে পাবনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ডলি সায়ন্তনী। তবে ভোটে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনের মাঝপথেই নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
তারকাদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিলেন রাজশাহী-১ আসন থেকে ‘ট্রাক’ মার্কায় নির্বাচন করা চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। ৯ হাজার ৯টি ভোট পেয়ে তৃতীয় হন প্রচারকালে সাড়া ফেলা এই নায়িকা।