চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনুছকে।

আজ সোমবার তাঁর নিয়োগ বাতিলের পর প্রজ্ঞাপন জারি করে সরকার। তাঁর পরিবর্তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল করিমকে তিন বছরের জন্য সিডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদ ইউনুছ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। চার মাস আগে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিডিএর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রকৌশলী মো. নুরুল করিমকে তিন বছর মেয়াদের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এ দায়িত্বে থাকবেন তিনি।

মো. নুরুল করিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়েছেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান।

গত ২৭ আগস্ট ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’ ব্যানারে নগরীর কোতোয়ালি মোড়ে সিডিএ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে মোহাম্মদ ইউনুছের পদত্যাগ দাবি করা হয়।

এদিকে আজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৯ সদস্যকে অব্যাহতি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here