অনলাইন রিপোর্ট

সিগন্যাল না মেনে তড়িঘড়ি করে কালুরঘাট সেতুতে ওঠে যায় কয়েকটি বাইক। এ সময় সেতুর মাঝ বরাবর চলে আসে তেলবাহী একটি ওয়াগন। তবে ট্রেনটি সেতুতে ওঠার পর গতি কমে যাওয়ায় মোটরসাইকেল চালকরা গাড়ি নিয়ে দ্রুত ব্রিজ থেকে সরে পড়লে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সেতুর মাঝখানে এ ঘটনা ঘটে।

কালুরঘাট সেতু এলাকার রেলওয়ের গেট কিপার বলেন, ফার্নেস অয়েলবাহী ওয়াগনটি ব্রিজে ওঠার আগে থেকে হর্ন দিয়ে আসছিল। এরপরও বোয়ালখালী অংশ থেকে কয়েকটি মোটরসাইকেল দ্রুতগতিতে ব্রিজ পার হওয়ার চেষ্টা করে সেতুতে ওঠে যায়। এর মধ্যে ওয়াগনটিও সেতুর মাঝ বরাবর চলে আসে। এ সময় বোয়ালখালীর দিকে থেকে আসা বেশ কয়েকটি মোটরসাইকেল দ্রুত ঘুরিয়ে আবার বোয়ালখালীর দিকে চলে যায়।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী লোকমান বলেন, তেলবাহী ট্রেনের গতি কম থাকায় মোটরসাইকেলগুলো দ্রুত ঘুরিয়ে উল্টো দিকে চলে যেতে পেরেছে। তা নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। তেলবাহী ট্রেনটি দোহাজারী বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here