নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে এনামুল হক সজীব বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারোয়াতলী খিতাপচর ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৩১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৪৯ জন ভোটার ভোটধিকার প্রয়োগ করেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম জানান, উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে (তালা) প্রতীকে ৭শত ৮ভোট পেয়ে এনামুল হক সজীব বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাম্মৎ নাজমা আকতার পেয়েছেন (ফুটবল) প্রতীকে ৫শত ৫১ভোট ও মো. আবদুল মান্নান (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৮২ভোট।
উল্লেখ্য এই ওয়ার্ডের ইউপি সদস্য মো.মুজিবুর রহমান গত ১১ এপ্রিল মারা গেলে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।
এবি/সবুজ