নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়েছেন বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর ৬০ পরিবার।
শুক্রবার (২৪ এপ্রিল) সারোয়াতলীর ৬০ পরিবারে ৮ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১টি সাবান, ৫০গ্রাম চাপাতা, ৫০০গ্রাম করে চিনি পৌঁছে দেওয়া হয়েছে।
সারোয়াতলী গ্রামের কৃতি সন্তান করোনা যোদ্ধা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. সীমান্ত ওয়াদ্দাদার, প্রকৌশলী পলাশ কৃষ্ণ চৌধুরী, কল্লোল দাশগুপ্ত, বাবুল চৌধুরী ও ব্যবসায়ী ঝুন্টু চৌধুরীর উদ্যােগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।