সারোয়াতলী বঙ্গমাতা বেগম ফজিলুতেন্নেচ্ছা স্মৃতি সংসদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ র্যালীর উদ্বােধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন।
র্যালী শেষে সংগঠনের নেতৃবৃন্দরা কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সালাউদ্দীন রুমি, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, ইউপি সদস্য দিদারুল আলম, আব্বাস উদ্দিন, সংগঠনের প্রচার সম্পাদক রিদুয়ান করিম, শওকত হোসেন সজীব, এরশাদুল আলম মানিক, মো. রনি প্রমুখ। বিজ্ঞপ্তি