২৯ অক্টোবর ২০২১ইং শুক্রবার সকাল ৯টায় বিপ্লবী তারকেশ্বর স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ পাহাড়তলী প্রীতিলতার আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আবক্ষ মূর্তির সামনে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পরিষদের সভাপতি মালিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরীর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামে আমরা যখন জয়লাভ করি এবং একইভাবে যখন কোনো অশুভ শক্তির কবলে পতিত হই তখনও আমরা বীরকন্যা প্রীতিলতার আবক্ষ মূর্তির কাছে প্রেরণা যোগাতে ছুটে আসি। আজকের এই জাতীয় দুর্যোগময় মুহূর্তে প্রীতিলতার আদর্শ জাতির কাছে তুলে ধরা খুবই জরুরি। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করে সকল সম্প্রদায়ের মানুষের সমঅধিকার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সাথে সাথে আরও বলেন, দুর্বৃত্তরা যে সকল বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মন্দির উপাসনালয়ে সে সমস্ত ক্ষতি হয়েছে এবং যারা নিহত হয়েছেন এ সকল ক্ষয়-ক্ষতির দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলার সদস্য মহিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুসুম চৌধুরী, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব মাষ্টার অজিত কান্তি শীল, প্রচার সম্পাদক শিক্ষক উত্তম বিশ্বাস, পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য, সিআরবি রক্ষা মঞ্চের সদস্য মো. খোকন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here