বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য দৈনিক সকালের সময় বোয়ালখালী প্রতিনিধি রবিউল হোসাইনের পিতা মোহাম্মদ সোলায়মান (৭৩) গত ২৭ জুলাই মঙ্গলবার রাত ৯ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি— রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার (২৮ জুলাই) বাদে যোহর উপজেলার কড়লডাঙ্গা ইউনিয়নের কালামিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, পৌর আওয়ামীলীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।