নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সংগীত শিল্পী বাবুল আচার্য্য মারা গেছেন। গতকাল রবিবার (২৫ অগাস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ১৯৫২ সালে জন্ম বাবুল আচার্য্যর। তাঁর পিতা শহীদ বিশ্বেশ্বর আচার্য্যও ছিলেন সঙ্গীত শিল্পী। বাবার হাতে গানের হাতখড়ি বাবুল আচার্য্যের। ৫ ভাই বোনের মধ্যে বাবুল আচার্য্য ছিলেন বড়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আজ সােমবার দুপুর ১২টায় নিজ বাড়ির পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা নাট্যকার হামিদুল হক শিকদার।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদ হন বিশ্বেশর আচার্য্য। পরিবারের ভরণপোষণ টানতে গানের টিউশনি করে জীবিকা নির্বাহ শুরু করেন বাবুল আর্চায্য। সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক বাবুল আচার্য্য। তাঁর রয়েছে অসংখ্য শিক্ষার্থী। এর পাশাপাশি তা্রঁ রচিত অনেক গান নিজেই সুর করেছেন তিনি। দেশ স্বাধীন থেকে এ পর্যন্ত সহস্রাধিক গানের সুর করেছেন তিনি। করেছেন শতাধিক নাটকের মঞ্চায়ন।
৫২ ভাষা আন্দোলন নিয়ে তাঁর রচিত গান ‘লাল পলাশের মালা আমরা গেঁথেছি/ বায়ান্নতে ভাষার লাগি জীবন দিয়েছি…’ । এ ছাড়া মহান মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন ‘ দেশ দেখেছো তোমরা সবাই, লাশ তো দেখনি/ কেমন করে স্বাধীন হলাম, শোন তার কাহিনী…’
বাবুল আচার্য্য গত প্রায় দেড় বছর ধরে জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পুত্র রণি আচার্য্য।
এ গুণি শিল্পীর মৃত্যুতে আলোকিত বোয়ালখালী পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।