আবো প্রতিবেদন : বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ মাদ্রাসা-এ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া ও গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার সালানা জলসা, দস্তারবন্দী ও সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি মাদরাসা-এ গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়ার সভাপতি আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে মেহমানে আ’লা ছিলেন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন।
উদ্বোধক ছিলেন মাদরাসা-এ গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়ার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান রজভী। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানী (ম.)।
বিশেষ অতিথি ছিলেন, আনজুমান কেবিনেট আলহাজ্ব কমরুদ্দিন সবুর, গাউসিয়া কমিটি দক্ষিন জেলার সেক্রেটারি হাবিবুল্লাহ মাস্টার, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব মোজাফফর আহমেদ, সংবর্ধেয় অতিথি ছিলেন, চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, এস,এম জসিম উদ্দিন, শফিউল আলম সেফু, পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী ওবায়দুল হক হক্কানি, সেক্রেটারি আলহাজ্ব শেখ ইদ্রিস বি,কম, অর্থ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরি মুন্সি।
মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিনের উপস্হাপনায় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, এস,এম মমতাজুল ইসলাম, আলহাজ্ব ইসকান্দর আলম দিদার, মাওলানা ফখরুদ্দিন,ক্বাজি আব্দুল জলিল, এস,এম ফজলুল কবির, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মোশারফ হোসেন,মাস্টার আরিফুল মতিন নাছির, বেলাল উদ্দিন প্রমূখ।
ত্বকরির পেশ করেন,আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন কাদেরি,আলহাজ মাওলানা জাহেদুল হক তালুকদার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here