নগরের রাহাত্তারপুল এলাকায় করোনা পজেটিভ খবর পেয়ে এক নারী রোগী আত্মগোপন করার খবর সঠিক নয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, ওই নারীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ভুল থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে জামালখানের হেমসেন লেইন এলাকার ঠিকানায় তার সন্ধান পাওয়া যায়।

৩৪ বছরের ওই নারী করোনা আক্রান্ত এক চিকিৎসকের স্ত্রী বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (১ মে) রাতে ওই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে করোনা রোগী দুই পুরুষের খোঁজ মিললেও ওই নারীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন, খবর নিয়ে জানা গেছে- ওই নারীর বাসা রাহাত্তারপুল এলাকায় নয়। ঠিকানা ভুল ছিল। তার বাসা হেমসেন লেইন এলাকায় বলে জেনেছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here