নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন  সংগঠনের বোয়ালখালীর সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে সদরস্থ নিজস্ব কার্যালয়ে ২০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভিন্ন ইউনিয়ন হতে আগত ডেলিগেটবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মো. আখতার হোসাইন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতি।
তিনি বলেন, রাজনৈতিক সংগ্রামে ইসলামী ফ্রন্টের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি আব্দুল মাবুদ, সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন। আরো বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানি,  মঈনুল আবেদীন নাজিম, মাওলানা আব্দুল নবী আলকাদেরী, মাওলানা জাহেদুল হক তালুকদার,  মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী,  অধ্যাপক সালাউদ্দিন,  শওকত হোসেন সুমন, রফিকুল ইসলাম  সিকদার, মাওলানা সাইফুদ্দীন তাহেরী, মাওলানা জসিম উদ্দীন,  মুজিবুর রহমান,  আব্দুল মোমেন, নুরুল হুদা রেজবী প্রমুখ।

কাউন্সিল শেষে ডেলিগেটের প্রত্যক্ষ নির্বাচনে স.ম এনামুল হক সভাপতি,  মু. আখতার হোসাইন তালুকদার কে সাধারণ সম্পাদক ও এস এম ফখরুদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২১ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here