নিউজ ডেক্স্।
রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের মানিকছড়ি কুলের নুর আহমদ সারাং বাড়ীর আনোয়ার মিয়ার কন্যা রুশনি আকতার গত ২২ জুলাই থেকে নিখোঁজ আছেন। ঐদিন ঘর থেকে বের হয়ে বাড়ী ফিরে না যাওয়ায় রুশনির বাবা মেয়ের চিন্তায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিছানায় শুয়ে চটপট করতে করতে শুধু বলছেন রুশনি তুমি ফিরে এসো মা আমি খুবই অসুস্থ।
তোমাকে না দেখলে আমি বাঁচব না। জানা যায় অগ্রসার মহাবিদ্যালয় থেকে রুশনি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার ফলাফলের খবর নিতে গিয়ে জানতে পারে তিনি এক বিষয়ে খারাপ করেছে। ২২ জুলাই কলেজে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হলে তিনি আর ঘরে ফিরেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে রাউজান থানায় একটি জিডি করেছেন। রুশনির ভাই আকবর হোসেন বোনকে খুজে বেড়াচ্ছেন। তিনি সকলের প্রতি অনুরোধ করে বলেছেন তার নিখোঁজ বোনের কেউ সন্ধান দিলে তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। তার অসুস্থ বাবাকে বাঁচাতে পারবেন। সংবাদ দেয়ার জন্য তিনি যে দুটি মোবাইল নম্বার দিয়েছেন সে নম্বর দুটি নম্বর হচ্ছে ০১৮৪৬-৩১৬১৮৬,০১৮৩০-১১৫০১৮।