নিউজ ডেক্স্।
রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের মানিকছড়ি কুলের নুর আহমদ সারাং বাড়ীর আনোয়ার মিয়ার কন্যা রুশনি আকতার গত ২২ জুলাই থেকে নিখোঁজ আছেন। ঐদিন ঘর থেকে বের হয়ে বাড়ী ফিরে না যাওয়ায় রুশনির বাবা মেয়ের চিন্তায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিছানায় শুয়ে চটপট করতে করতে শুধু বলছেন রুশনি তুমি ফিরে এসো মা আমি খুবই অসুস্থ।








