নিউজিল্যান্ডের দেড় শর বেশি রান তাড়ায় বাবর আজমের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১০০ পার করে ফেলেন রিজওয়ান। দলীয় ১০৫ রানের মাথায় বাবর আউট হয়ে গেলেও রিজওয়ান ছিলেন ১৩২ রান পর্যন্ত, জয় থেকে পাকিস্তান যখন আর মাত্র ২১ রান দূরে।

রিজওয়ানের গড়ে দেওয়া ভিতের ওপর ভর করে শান মাসুদ শেষ ওভারে জয়ের আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন।

আজকের ইনিংসে একটা পরিকল্পনা ছিল রিজওয়ানের, ‘পিচ খেলার জন্য সহজ ছিল না। তবু সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন বলে আক্রমণ শুরু করব। এরপর পাওয়ার–প্লেটা যখন খেলে ফেললাম, সিদ্ধান্ত নিই একজনকে শেষ পর্যন্ত থাকা দরকার।’

বাবর–রিজওয়ানের আজকের জুটিটি ছিল টি–টোয়েন্টিতে তাঁদের নবমবারের মতো ন্যূনতম শতরানের জুটি, বিশ্বকাপে যা তৃতীয়। যে কীর্তি নেই আর কোনো ওপেনিং জুটির।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here