মে মাসের দিবস সমূহ

বাংলাদেশ

১ মে–>আন্তর্জাতিক শ্রমিক দিবস
৩ মে–>সংবাদপত্র স্বাধীনতা দিবস, বিশ্ব গণমাধ্যম দিবস, আন্তর্জাতিক সূর্য দিবস, বিশ্ব অ্যাজমা দিবস
৪ মে–>কয়লা খনি শ্রমিক দিবস
৫ মে–>বিশ্ব এথলেটিকস দিবস, বৃটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা প্রীতিলতা ওয়াদ্দেদার এই দিন জন্মগ্রহণ করেন
৮ মে–>বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস, ২য় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী (২৫ বৈশাখ)
১২ মে–>আন্তর্জাতিক নার্স দিবস, বিশ্ব পরিযায়ী পাখি দিবস (World migratory bird day) (১২ ও ১৩ মে)
১৩ মে–>আন্তর্জাতিক ফৌজদারী আদালত দিবস, বিশ্ব পরিযায়ী পাখি দিবস (World migratory bird day) (১২ ও ১৩ মে)
১৫ মে–>পরিবার দিবস
১৬ মে–>ফারাক্কা লং মার্চ দিবস বা ফারাক্কা দিবস

ফারাক্কা লংমার্চ দিবস বা ফারাক্কা দিবস : ১৬ মে

ফারাক্কা বাঁধের কারণে বাধাপ্রাপ্ত জলপ্রবাহের নিমিত্তে বাংলার মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো মানুষ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে মিছিলে অংশ নিয়েছিলো। সেই দাবিকে বারে বারে উত্থাপনের লক্ষ্যেই প্রতি বছর দিবসটি পালিত হয়।

১৭ মে–>ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি ডে, বিশ্ব টেলি যোগাযোগ দিবস, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
১৮ মে–>বিশ্ব জাদুঘর দিবস
১৯ মে–>বিশ্ব হেপাটাইটিস দিবস
২০ মে–>বিশ্ব পরিমাপবিদ্যা দিবস (World Metrology Day), চা শ্রমিক হত্যা দিবস
২১ মে–>বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র সংলাপ দিবস
২২ মে–>আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস
২৩ মে–>বিশ্ব কচ্ছপ দিবস

জাতীয় নৌ নিরাপত্তা দিবস : ২৩ মে

২০০৪ সালের ২৩ মে বাংলাদেশের চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ডুবে যায় ফিটনেসবিহীন লঞ্চ এমভি লাইটিং সান। মাদারীপুর থেকে ছেড়ে আসা লঞ্চটিতে চার শতাধিক যাত্রী ছিলেন যার অধিকাংশের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার চার দিন পর শেষ উদ্ধারকৃত লাশটি ছিল সুমন শামসের মায়ের। এই ঘটনার পর থেকেই শুরু হয় নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তার দাবীতে এবং নদ-নদী দখল-দূষণ রোধে সামাজিক সংগঠন নোঙর – এর কার্যক্রম। নোঙর গত ১২ বছরেরও বেশী সময় ধরে বহুবিধ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করছে। নৌ নিরাপত্তা বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে সমাজের সকল শ্রেণীর অংশগ্রহণে চলছে নানান কর্মকাণ্ড। গত ২৩ মে ২০১৬ বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে নৌ নিরাপত্তা বিষয়ক একটি ভাসমান সেমিনারে ২৩ মে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবী তোলেন নোঙর সভাপতি সুমন শামস, তাৎক্ষণিকভাবে বিষয়টি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান-কে জানানো হলে তিনি এবং উপস্থিত সবাই এই বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

২৫ মে–>নজরুল জন্মজয়ন্তী (১১ জ্যৈষ্ঠ)
২৮ মে–>বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস, শিল্পাচার্য জয়নুল আবেদীনের মৃত্যুবার্ষিকী
২৯ মে–>জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
৩০ মে–>প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী
৩১ মে–>বিশ্ব তামাকমুক্ত দিবস
এছাড়া মে মাসের প্রথম রবিবার বিশ্ব হাসি দিবস, মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস

বৈশ্বিক

* বিশ্ব সাংবাদিকতা দিবস: ৩ মে

* বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস: ৮ মে

* বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস (ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে) : ১৭ মে: ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের উদ্যোগে বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপের ব্যাপারে সচেতনতার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়।

* বিশ্ব টেলিযোগাযোগ দিবস: ১৭ মে

* আন্তর্জাতিক জাদুঘর দিবস: ১৮ মে১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ এই দিবসটি পালিত হয়ে আসছে।

* বিশ্ব তামাকমুক্ত দিবস: ৩১ মে

 

আন্তর্জাতিক

* আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস : ১ মে

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট আহ্বান করেছিলেন খেটে খাওয়া শ্রমিকেরা। ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

* আন্তর্জাতিক পরিবার দিবস : ১৫ মে

* আন্তর্জাতিক জাদুঘর দিবস : ১৮ মে

* বিশ্ব শান্তিরক্ষী দিবস : ২৯ মে

২০১১ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৪/১২৯ প্রস্তাবনার আলোকে এই দিনকে বিশ্বব্যাপী শান্তিরক্ষী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

ইসলামের বিশেষ দিবস

* ১লা রমাদ্বান: গাউছুল আ’যম হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদত শরীফ।

* ৩রা রমাদ্বান: সাইয়্যিদাতু নিসায়িল আলামিন, উম্মু আবিহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার মুবারক বিছাল শরীফ।

* ১৭ই রমাদ্বান: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম, হযরত আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাদের বিছাল শরীফ ও ঐতিহাসিক “বদর জিহাদ” দিবস।

* ২৭শে রমাদ্বান: দোয়া কবুলের রাত্রি পবিত্র শবে ক্বদর।

* ১লা শাওয়াল: ঈদুল ফিতর।

* ২১শে শাওয়াল: হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র আকদ মুবারক-এর দিন।

সূত্র- ইন্টারনেট

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here