বোয়ালখালী শ্রীপুরে ২৫তম সুন্নী সম্মেলনের পরিবর্ত ফ্রি করোনা টিকার নিবন্ধন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে মিলাদ মাহফিলে বক্তারা বলেন-

এজিদের অনুসারীরা মানবসমাজে অরাজকতা সৃষ্টি করে

শ্রীপুর আল্লামা গাজী শেরে বাংলা(রহ)স্মৃতি সংসদের ব্যবস্হাপনায় শোহদায়ে কারবালা স্মরণে ও গাউছে জমান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব(রহ)এবং গাজী শেরে বাংলা(রহ)র সালানা ওরশ মোবারক উপলক্ষে ২৬শে আগস্ট বৃহস্পতিবার সকাল ৮ হতে সারাদিন ব্যাপি ২৫ তম সুন্নী সম্মেলনের পরিবর্তে স্মৃতি সংসদ মিলনায়তনের ২য় তলায় স্মৃতি সংসদের প্রধান পৃৃষ্ঠপোষক মাওলানা শেখ মুহাম্মদ ফোরকান কাদেরীর সভাপতিত্বে স্মৃতি সংসদের সাধারন সম্পাদক-মুহাম্মদ মুজিবুর রহমানের উপস্হাপনায় ফ্রি করোনা টিকার নিবন্ধন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ্রি করোনা টিকার নিবন্ধন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহদ্দারহাট বখতিয়ার মার্কেট ব্যাবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার পারভেজ সিকদার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর গাউছিয়া তাহেরীয়া মাদরাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মুহাম্মদ ইদ্রিস বিকম। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ ইশতিয়াক সিকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলী। ইউপি সদস্য হাসান চৌধুরী ব্যাবসায়ী ইউছুপ।মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বাদে আসর হতে মিলাদ মাহফিলে প্রধান মেহমান ছিলেন চরন্দ্বীপ রজভীয়া দরবার শরীফের শাহজাদা অধ্যক্ষ আতাউল মোস্তফা রেজভী।মাহফিলের উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল করিম আলকাদেরী। আলোচক ছিলেন শ্রীপুর বুড়া মসজিদে পেশ ইমাম মাওলানা সোহাইল আজাদ কাদেরী। শ্রীপুর দরবার দিঘি জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ নঈমী। শ্রীপুর তৈয়্যবীয়া পাঠাগারের উপদেষ্টা মাওলানা ফরিদুল আলম কাদেরী। মাওলানা সেকান্দর হোসেন কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মুহাম্মদ রোকন উদ্দীন চৌধুরী। শ্রীপুর গাউছিয়া কমিটির সভাপতি শায়ের মাওলানা আব্দুল গফুর কাদেরী। সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জয়নাল আবেদীন কাদেরী।

মিলাদ মাহফিল করেন শায়ের মাওলানা নুরুল আবছার কাদেরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম ফারুকী কর্তৃক সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের কর্মকর্তারা ।ফ্রি করোনা টিকার নিবন্ধনে দায়িত্বে ছিলেন শায়ের আজাদ হোসেন কাদেরী। সাজ্জাদ হোসেন। শায়ের হাবিবুর রহমান কাদেরী। গাজী মোহাম্মদ সাকিল। প্রবাসী সদস্য আব্দুল মোতালেব দৌলত হোসেন প্রমূখ।

পরিশেষে মিলাদ কিয়াম, তাবাররুক বিতরন,আখেরী মোনাজাতে দেশ ও প্রবাসী সকল ভাইদের শান্তি কামনার মাধ্যমে অনুষ্ঠান সু-সম্পন্ন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here