নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু হোমিও প্রতিষেধক খাওয়ানো কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জুলাই বিকেলে উপজেলা কোর্ট ভবনস্থ প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বোয়ালখালীর সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজী আয়েশা ফারজানা, বাংলাদেশ দলিল লিখক সমিতি বোয়ালখালীর সভাপতি মোঃ রেজাউল করিম মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ সামছুল করিম লিটন, সাংবাদিক এম এস এমরান কাদেরী, আওয়ামীলীগ নেতা মোঃ হামিদুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স.ম রবিউল হোসাইনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ সৈয়দ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য মোঃ ইয়াছিন চৌধুরী , মোহাম্মদ হোসাইন মাহমুদ, মোঃ জাহেদ প্রমুখ।
এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও হোমিও চিকিৎসক প্রভাস চক্রবর্তী। এসময় প্রায় ৫ শতাধিক শিশু-নারী-পুরুষকে বিনামূল্যে ডেঙ্গু প্রতিষেধক খাওয়ানো হয়।