নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা.মোহাম্মদ জিল্লুর রহমান করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষার ফলাফলে এ কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ফজলে রাব্বি।
ডা. জিল্লুর রহমান বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত ডা. জিল্লুর রহমান বোয়ালখালীতে ‘করোনা’ দূর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি, হোমকোয়ারেন্টিনে থাকাদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলাদা অাইসোলেশন সেন্টার রেডি করা ও কোভিড-ননকোভিড রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করায় কাজ করছিলেন। এরই মাঝে পুষ্টি সপ্তাহে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করেন মানবিক এ চিকিৎসক।