বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী (৭৬) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…রাজিউন) ।
তিনি বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আশির দশকে উপজেলা পরিষদ গঠন করা হলে ওই নির্বাচনে শামসুল আলম চৌধুরী বোয়ালখালী উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া আইডিয়াল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ৩বার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।