নিজস্ব প্রতিবেদক : মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র.)’র প্রধান খলিফা শাহসুফী আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৩তম বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা বলেছেন, যুগে যুগে আওলিয়া কেরামগণের বেলায়তী আধ্যাত্মিক ধারা মানুষ ও সমাজকে আলোকিত করছে। পথভ্রষ্ট অন্ধকার সমাজকে অনাচার থেকে মুক্ত করতে নিরলস কাজ করে চলেছে তাঁদেরই পদর্শিত আর্দশ।

বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর শাহ মাবুদিয়া দরবার শরীফের আধ্যাত্মিক প্রাণপুরুষ শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.) এর ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা এ কথা বলেন।

পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মূফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.) সদারতে ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস আল্লামা সোলাইমান আনসারী, ভাইস পিন্সিপাল মোহাদ্দেস আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, ভাইস পিন্সিপাল শরীফ মোহাম্মদ সোলায়মান, মুফতি আল্লামা আবদুল ওয়াজেদ, শাহজাদা আল্লামা অধ্যাপক আবদুল করিম আলকাদেরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ওবাইদুল হক হক্কানী, আল্লামা আবদুচ ছবুর, আলহাজ্ব সিরাজ উদ-দৌলা, আলহাজ্ব জাফর আহমদ সাওদাগর, অধ্যাপক আল্লামা ইলিয়াছ সিকদার, কাজী এম এস এমরান কাদেরী, আল্লামা শফিকুল ইসলাম হোসাইনী, মাওলানা ফরিদ উদ্দিন আলকাদেরী, মাওলানা গোলাম হোসেন, আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক আনসারী, মাওলানা নজির আহমদ, মাওলানা মাহবুবুল আলম কাদেরী, আলহাজ্ব মাওলানা আবদুন্নবী আলকাদেরী, মাওলানা আবদুল হামিদ কালুবী, মাওলানা আবদুল কুদ্দুছ আলকাদেরী, মাওলানা আবুল কাশেম, মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা এহসান হাবীব, মাওলানা আবুল জব্বার কাদেরী, মাওলানা মনজুর হোসাইন, মাওলানা মনছুর আলম রহীমি, মাওলানা জাহিদুল হক তালুকদার, মাওলানা নুরুল ইসলাম রহীমি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবদুল খালেক কাদেরী, মাওলানা ইসমাঈল, মাওলানা ইমাম উদ্দিন রহীমি, মাওলানা শরাফত উদ্দিন রহিমী প্রমুখ।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন শরীফ ও খতমে খাজেগান, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব হতে মিলাদ মাহফিল আওলিয়া কেরাম তথা ইমাম শেরে বাংলা (র.) ও আল্লামা শাহসূফি আব্দুল মাবুদ আলকাদেরী (র.) পবিত্র জীবনী আলোচনা, ফাতেহা, দেশ ও মানুষের কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here