নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করার উদ্যোগ নিয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাংসদ কাজ করছেন বলে জানিয়েছেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান।

তিনি বলেন, বর্তমানে বোয়ালখালী উপজেলায় করোনা রোগীর সংখ্যা শতকের ঘরে পৌঁছেছে। এ অবস্থায় বোয়ালখালীতে ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করতে প্রয়োজনীয় সরঞ্জাম, অর্থ ও সিট প্রস্তুতিতে মাননীয় সাংসদ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

এছাড়া পরবর্তীতে আরো কয়েকটি প্রতিষ্ঠানকে আইসোলেশন সেন্টার করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সাংসদ।

শনিবার (৬ জুন) আইসোলেশন সেন্টার প্রস্তুত করার সাম্ভব্যতা যাচাইয়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আদর কমিউনিটি সেন্টার, নুর কনভেনশন সেন্টার, করিম গুলশান আরা দাতব্য চিকিৎসালয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জিল্লুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহাদাৎ হোসেন, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান, যুগ্ন সম্পাদক কাজী খোরশেদ মিল্টন, জেলা ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মুহিন, গিয়াস উদ্দিন সুমন সহ প্রমুখ।

উল্লেখ্য বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এতে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here