নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ৩৫ লিটার চোলাই মদসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব কধুরখীল গ্রামের নুরে আলম সওদাগর বাড়ীর মাহবুব আলমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৪), মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৭) ও জয়নাল আবেদীনের ছেলে মো. সাগর (১৮)।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ফুতা মুড়া মাজারের সামনে চোলাই মদের চালান নিয়ে অবস্থান করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক মো. মানিক মিয়া বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here