নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ গোলছেহের বেগম (৪৮) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোমদন্ডী ফুলতল মোড় থেকে ওই মহিলাকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃত গোলছেহের বেগম কক্সবাজারে উখিয়া উপজেলার বালুখালী এলাকার মৃত কলিমুল্লাহর স্ত্রী।
গোলছেহের তিন শিশু সন্তান সাথে নিয়ে কক্সবাজার জেলা উখিয়া থেকে বোয়ালখালীতে আসে। উপজেলার গোমদন্ডী ফুলতলে এসে নির্ধারিত জায়গায় ইয়াবা পৌঁছে দিতেই অবস্থান নেয়। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে জিজ্ঞাসবাদ করে। জিজ্ঞাসাবাদে ইয়াবার চালান নিয়ে আসার কথা স্বীকার করে গোলছেহের। তার স্বীকারোক্তি মতে কোমড়ে থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় থানা পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।