বোয়ালখালীতে হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন হিসেবে কর্মকর্তরা কর্মবিরতি পালন করেছেন।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ একাত্বতা প্রকাশ করেন।

টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড পরিবর্তনের দাবিতে হাম রুবেলা ক্যাম্পেইন বর্জনসহ কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ কর্মসূচি হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন বোয়ালখালী শাখার উদ্যোগে পালন করা হয়।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন বোয়ালখালী শাখার সভাপতি সুমন কান্তি ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মো. ইফতিকার উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, অর্থ সম্পাদক রুমী আকতার, স্বাস্থ্য সহকারী দিদারুল আলম, অর্পিতা চৌধুরী, রহিমা বেগম, ববি বোস, রুমী সুলতানা, কামরুনেছা বেগম, জয়নাব বেগম, টিটু কুমার শীল, নেভী ঘোষ, অজিত দত্ত ও করিমুন্নেছা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ দাবি আদায় না হলে আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here