নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনার ৭ দিনপর আহত মুহাম্মদ রাশেদুল ইসলাম (৩০)নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার(২০ আগস্ট) দুপুর দেড়টার সময় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাশেদ গত ১৪ আগস্ট সকালে গোমদন্ডী ফুলতলে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
নিহত রাশেদুল ইসলাম পৌরসভার ৫নং ওয়ার্ডের শাহ মুহাম্মদ চৌধুরী পাড়ার মুহাম্মদ আবু কালামের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
মঙ্গলবার বাদে এশা স্থানীয় আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাঁর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু ।