নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে স্যাভলনের মজুদ করে নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ দামে বিক্রি করায় দুই ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) উপজেলার বেশ কয়েকটি ঔষধের ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, ‘অভিযানে দেখা যায় ঔষধের ফার্মেসীগুলোতে ডেটল, স্যাভলন আছে কি না জানতে চাইলে তারা নেই বলে জানান। পরবর্তীতে ক্রেতার অভিযোগের ভিত্তিতে ফার্মেসীতে স্যাভলন মজুদের সত্যতা মেলে। মজুদে রাখা এসব স্যাভলনের প্রতিলিটার জারের গায়ে বিক্রি মূল্য ২২০ টাকা দাম লেখা থাকলেও তা ৬৮০-৭০০ টাকায় নিচ্ছেন ব্যবসায়ীরা।’

এই দুঃসময়ে স্যাভলন মজুদ করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গোমদণ্ডী ফুলতলের আল ফেসানী(রহ.) ফার্মেসীর মালিক নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা এবং গ্রামীন ডি সি ফার্মেসীর মালিক মো.জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এছাড়া শাকপুরা বাজার, সিও অফিস, কানুনগোপাড়া এলাকায় বিভিন্ন ফার্মেসী মনিটরিং করে ক্যাশ মেমো ছাড়া, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে এবং অবৈধ ঔষধ বিক্রি করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এ সময় অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন দে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here