বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকে পিটিয়ে আহত করলেন এক আওয়ামী লীগ নেতা। সৈয়দ নজরুল ইসলাম(৪০) নামের ওই নেতা উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুুধবার বিকেলে বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় হামলার শিকার শিক্ষক বাদী হয়ে হামলাকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

আহত শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে কাজ করার সময় সৈয়দ নজরুল ইসলাম দলবল নিয়ে বিদ্যালয়ে ঢুকে পরিচালনা কমিটি গঠন নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য করার জন্য চাপ দেন। এক পর্যায়ে উপস্থিত সবার সামনে প্রধান শিক্ষককে কিল, ঘুষি ও চড় থাপ্পড় মারতে শুরু করেন। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এগিয়ে আসলে তিনি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।’

পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম জসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই শিক্ষক অত্যন্ত ভদ্র। তাঁকে মারধরের বিষয়ে আমাকে জানানো হয়েছে।’ এ ঘটনা তিনি দলের ঊর্ধ্বতন নেতাদেরকে জানাবেন বলে জানান।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আমাকে উল্টো মারধর করেন।’

প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার নেতারা শিক্ষককে মারধরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল ফারুকী বৃহস্পতিবার বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সূত্র- দৈনিক কালের কণ্ঠ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here