নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ৪৮তম জাতীয় সমবায় দিবসে উপজেলা সমবায় অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার সমবায়ীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির জাতির স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় গঠনের উপর জোর দিয়েছিলেন। যুগোপযোগী অর্থনৈতিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্ববহ।
শিক্ষক শংকর চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ।।
এতে সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব ও ঠিকানা বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, শ্রীপুর-খরণদ্বীপ ইউসিএমপিএম সভাপতি শহীদুল আলম, কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহ-সভাপতি মিল্টন চৌধুরী, শাকপুরা কৈর্বত্যপাড়া মৎসজীবি সমবায় সমিতির উপদেষ্ঠা সাংবাদিক অধীর বড়ুয়া, আমুচিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলীপ দেব, উত্তর ভূষি সমবায় সমিতির সম্পাদক অরুন চৌধুরী, হাওলা আর্বান সমবায় সমিতির সম্পাদক সমীরণ দেব। সভায় উপজেলার ১৬টি সমবায় প্রতিষ্ঠানকে স্ব-স্ব ক্ষেত্রে সফলতার জন্য সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নোমান হোসেন মজুমদার, গীতা পাঠ করেন দীপিকা ঘোষ ও ত্রিপিটক পাঠ করেন আশুতোষ বড়ুয়া।