নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বোয়ালখালীতে সকল প্রকার সভা, সমাবেশ, মেলা ও অন্যান্য গণজমায়েত নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে সকল প্রকার গণজমায়েত এড়িয়ে চলতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অযথা ঘোরাফেরা না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে উপজেলা প্রশাসন।