নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে একটি মিনি ট্রাক থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ২জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার(২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
তিনি বলেন, এ ঘটনায় কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ১৬ নং ওয়ার্ডের মো. মমতাজ মিয়ার ছেলে রমজান হোসেন প্রকাশ সাগর (২৫) ও একই জেলার সদর (দক্ষিণ) থানার নোয়াগ্রাম এলাকার আব্দুস ছত্তারের ছেলে মো. শাহাদাৎ হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে। এছাড়া ট্রাক ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।