নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীতে প্রবাসী এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে বোয়ালখালী থানা পুলিশের বিরুদ্ধে।

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী মৌলানা নুরুল হকের ছেলে মো. সাদেকের (২৭) সাথে এ ঘটনা ঘটেছে।

সংঘটিত ঘটনায় আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রবাসী যুবক মো. সাদেকের পিতা মৌলানা নুরুল হক বাংলাদেশ মহাপুলিশ পরিদর্শক বরাবর প্রতিকার চেয়ে ডাকযোগে অভিযোগ দায়ের করেছেন।

সাদেকের পিতা মৌলানা নুরুল হক জানান, পূর্ব গোমদন্ডীর বাসিন্দা ওমান প্রবাসী মো. সাদেক ৮ মাস আগে ছুটিতে দেশে আসেন। করোনা পরিস্থির কারণে সময় মত কর্মস্থলে ফিরতে না পারায় তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

পরে করোনা পরিস্থিতি একটু শীতিল হলে আবার দেশের বাইরে যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনসহ যাবতীয় কার্যাদি সম্পূর্ণ করার প্রক্রিয়া সম্পূর্ণ হতেই তার জীবনে নেমে আসে এক মহাসংকট।

এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক আছে দাবী করে একটি মহল ওই নারীকে বিয়ের করার জন্য চাপ সৃষ্টি করে সাদেককে। তার পরিবার ওই মেয়েকে বউ করতে অনীহা প্রকাশ করেলে সাদেকের বিদেশ যাওয়া আটকাতে কতিপয় রাজনৈতিক নেতা ও থানা পুলিশকে ম্যানেজ করে কুচক্রী মহলের যোগসাজেসে গত ২১ নভেম্বর রাতে পুলিশ দিয়ে আটক করে নিয়ে যায়। পরে সাদেকের হাতে ইয়াবা দিয়ে তাকে ইয়াবা ব্যবসায়ি বলে স্বীকাররোক্তি আদায় করেন থানা পুলিশ। ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার দেখিয়ে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা নং ১১ দায়ের করে আদালতে প্রেরণ করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবদুল করিম বলেন, তদন্তে যদি এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো ওমর ফারুক বলেন, ফাঁসানোর কিছুই নাই। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী সাদেকের পিতা মৌলানা মো. নুরুল হক বলেন, তিনি মসজিদের ইমামতি করে জীবিকা নির্বাহ করে সন্তানদের খেয়ে না খেয়ে মানুষ করেছেন। মুলত এক নারীকে বউ হিসাবে মেনে না নেয়ায় প্রভাবশালীরা পুলিশকে ম্যানেজ করে তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here